Friday, October 23, 2015

আমি কিছু কথা শেয়ার করলাম সকলের মতামতকে অত্যন্ত শ্রদ্দার সহিত সামনে রেখে



আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আমি কিছু কথা শেয়ার করলাম সকলের মতামতকে অত্যন্ত শ্রদ্দার সহিত সামনে রেখে। আশা করি আমার কথা গুলুর মিনিং পজিটিভলি নিবেন। আমরা এখানে যারা আছি আমরা সবাই স্বয়ং সম্পূর্ণ। তাই আলহামদুলিল্লাহ আমাদের এই পেজ টাও স্বয়ং সম্পূর্ণ আনন্দে, আহ্লাদে। আমি মনে করি একটা দেশ চালাতে যেমন সকলের সরাসরি অংশ গ্রহন করা লাগে না তেমনি আমাদের পেজ টাও। বর্তমান সময়টাতে আমাদের পেজ এ খুবই সুবাতাস বহিতেছে সো যেভাবে যাচ্ছে যাইতে দেন। আমরা সবাই এখন সব limition পিছনে ফেলে Grand get together এর চিন্তায় খোস মেজাজে আছি...। ইভেন আমি নিজেও চিন্তায় আছি কিভাবে আমার অংশগ্রহন নিশ্চিত করা যায়, যদিও অনেক অনিচ্ছিত ব্যাপারটা। তাই আমার আকুল আবেদন থাকবে ছোট বড় সকলের কাছে কোন পোস্ট দেয়ার আগে একটু চিন্তা করা দরকার, অন্যদের motive যেন বিঘ্নিত না হয়। আশা করি সকলে বুজবেন ব্যাপারটা। ধন্যবাদ। Anisur Rahman

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss