আজকে গেলাম নিরু ভাইয়ের অফিসে।csm কলোনি র আড্ডা র ভেন্যু কি হবে।আমি এর আগে কোনদিন যাইনি।পুলক ভাইয়ের সাথে যোগাযোগ করলাম।উনি সবকিছু বলে দিলেন।ওখানে যাওয়ার সাথে সাথে পুলক ভাই,টিনকু ভাইয়ের আন্তরিক অভ্য রথনা।মন ভরে গেল।সাথে সাজু ভাই।মনে হল অনেকদিনের চেনা।আত্মার আত্নীয়।সবাই যাবার পর আমাকে কি সাইজে দেখছিলেন সে কথা।বিব্রতকর পরিস্থিতি। শওগাত ভাই কথা বলেন কম,শুনেন বেশি কিন্তু যা বলেন কনক্রিট। নাজমুল ভাই অনেক গুছিয়ে কথা বলেন।যুক্তি দিয়ে তবে চাপিয়ে দেন না কোন কিছু।
শাহিন ভাইয়ের কথা শুনে বুঝলাম উনার চার বিবি থাকার মাজেজা। মামুন ভাইও খুব মায়াবান মানুষ।কমু ভাই কথা বলেন বাস্তবতার নিরিখে।খোকন ভাই হাসিখুশি মানুষ।মিতু ভাই সেই আগের মত আপনজন আছেন।সবার কুশলাদি জানতে চাইলেন।জসিম ভাই আমাকে দেখে এমন ভাব করলেন যেন আমি ফেসবুকে কোন মেয়ের ছবি দিয়ে আইডি খুলছি আর পুরুষ সেজে গেছি।তবে উনার কথা শুনে বুঝলাম রুবা ভাবি কেন উনার জন্য ফিদা হয়ছিলেন।টিপু ভাই বাবু ভাই আমার আত্নীয় মানুষ।উনাদের ব্যবহারে সেটা যেন আরো বেশি মনে করিয়ে দিলেন।সবশেষে নিরু ভাই।আমার সাথে উনি এমনভাবে করমর্দন করলেন যেন উনি আন্ডারওয়ার্ল্ড এর ডন,আর আমি কোন সাদাসিধা ছেলে উনার কাছে গেছি ওই জগতে প্রবেশ করতে। উনি আমাকে সাগতম জানাচ্ছেন।
No comments:
Post a Comment