জ্যামে বসে আছি অনেকক্ষন গুলশান ২ এর একটি সুন্দর ফুলের দোকানের সামনে। দোকানের কাস্টমারও সুন্দরী সব হাস্যময়ী লাস্যময়ী তরুণী ললনা। আমি এক দৃষ্টিতে চেয়ে আছি, না আজ আমি সুন্দরি দের দিকে তাকাচ্ছিনা। তাকিয়ে আছি সেই দোকানের এক গুচ্ছ গোলাপি রঙ এর গোলাপের দিকে, অনেক দিন পর এই গোলাপি গোলাপ দেখছি।
আজ থেকে দু যুগেরও আগে এক বিশেষ প্রয়োজনে বিএইচ ওয়ানের তিন তলার পিচ্ছিল কার্নিশ থেকে এই গোলাপি রঙ এর গোলাপ সংগ্রহ করে দিয়েছিল আমাদের পাগলা রাশেদ (মরাইয়া)।
আজো আমি চলার পথে খুজে ফিরি সেই গোলাপি গোলাপ।

No comments:
Post a Comment