Wednesday, June 1, 2016

কুমার বিশ্বজিৎ একজন গুনী সঙ্গীত শিল্পী


কুমার বিশ্বজিৎ একজন গুনী সঙ্গীত শিল্পী। তিনি বাংলাদেশের সঙ্গীত জগতের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিত্বদের একজন। একাধারে তিনি গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক। পেয়েছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 

জন্ম ও প্রাথমিক শিক্ষা চট্টগ্রামের সীতাকুন্ডে। যদিও তিনি চট্টগ্রামে বেড়ে উঠেছেন, তবে কর্মজীবনের জন্য তিনি বিভিন্ন সময় ঢাকা আসা যাওয়া করতেন।বর্তমানে চট্টগ্রামের হোটেল সেন্ট মার্টিনের কর্ণধার দের মতো একজন।

গানের প্রতি তার আলাদা টান ছিল। তার গানের একটি আলাদা অভিনবত্ব ছিলো। ৮০ দশকের শুরুতেই "তোরে পুতুলের মত করে সাজিয়ে" - এই গানটি দিয়ে সঙ্গীত ভুবনে আলোড়ন ফেলে দেন। তখন থেকেই তিনি বিখ্যাত হয়ে উঠেন।সঙ্গীত জীবনে তিনি অনেক জনপ্রিয় গান গেয়েছেন। বাংলাদেশের নামকরা প্রায় সব সঙ্গীত পরিচালকের সাথে তিনি কাজ করেছেন।

এই গুনি শিল্পী আজকের এই দিনে জন্মগ্রহন করেন। আজকের এই দিনে কুমার বিস্বজিতের প্রতি জন্মদিনের শুভেচ্ছা ও শ্রদ্ধা।

(আংশিক সম্পাদিত)

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss