ছেলে আমার খুব্বি স্টাইলিশ। বোকাটা ঘরেও জিন্সের প্যান্ট, টি-শার্ট, আর বোতাম খোলা শার্ট, হাতে ঘড়ি ইত্যাদি পড়ে থাকে। রাতে ওসব পড়েই ঘুমাই। ওর দাদুভাই, দিদাসহ আমরা হাজারো চেস্টা করেও ওকে ওর স্টাইল থেকে নড়াতে পারিনি। যদি কেউ বলে "তুমি ঘরে এসব পড়ে আছো কেন? কোথাও বেরাতে গেলে ওসব পড়তে হয়।" তখন আমার 4 বছরের আজানের সাফ সাফ উত্তর "স্টাইল করতে হয়"
ভোরে প্রতিদিন 4:30 টায় আমার মোবাইলে এলার্ম দেয়া থাকে ফজরের নামাজের জন্য। এমনিতেই আমরা যখনি নামাজ পড়ি আজান ওর ছোট্ট জায়নামাজ আর টুপি ওয়ারড্রোব থেকে বের করে পাশে দাড়িয়ে যায়।
আজ ফজরের সময় উঠে আজানকে দেখে আমি আর ওর মাতো অবাক। ওর শোয়ার স্টাইলটাই অবাক করে দিয়েছে।

No comments:
Post a Comment