Wednesday, June 22, 2016

গতকাল মুন্নি আর লিন্ডা আপার আব্বা-আম্মার সাথে ফোনে কথা হল


গতকাল মুন্নি আর লিন্ডা আপার আব্বা-আম্মার সাথে ফোনে কথা হল। হিসাব করে দেখলাম ২৭/২৮ বছর পর। কিন্তু উনাদের কথায় মোটেও মনে হয়নি এত বছর আমরা বিচ্ছিন্ন। মনে হয় এইতো সেদিনও আমরা একসাথে ছিলাম। চাচা-চাচী, মুন্নী-লিন্ডা আপার চেহারা মনে করতে গিয়েও পারিনা। আড্ডায় মুন্নি আপাকে দেখে চিনি নাই। আমাকেও সামনাসামনি দেখলে চিনবেন না, নিশ্চিৎ।অথচ চাচা-চাচী আমার সাথে এমন ভাবে কথা বললেন…..!

চাচা বলেন, তুই কি বিয়া করছস? আমি বললাম, চাচা, আপনার বয়স ৮০ হইছে, আমার কি ৪০ হয় নাই? চাচী বললেন, তুই কত বড় হইছস রে? কি জবাব দিব? এত ভালবাসা, এত মায়া, এত স্নেহ, কিসের সাথে তুলনা করব?
সবার খোজ খবর নিলেন। বিশেষ করে শরিফা আপার। 

চাচা-চাচী পুরাই ঢাকাইয়া টানে কথা বললেন। মনে হচ্ছিল আরো কিছুক্ষন শুনি। 

মানুষে জীবনটা এত ছোট কেন? আর একটু লম্বা হলে কি হত……….?

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss