সি এস এম এর সকলের দৃষ্টি আকর্ষণ করছিঃ বেশ কিছু দিন আগে থেকে জসিম ও পুলকের পোস্ট এর মাধামে জানিয়েছে যে আগামি ২৪ তারিখ আমাদের সি এস এম এর ইফতার পার্টি হবে যারা যারা এতে অংশ গ্রহন করবেন সবাইকে জানানোর জন্য বলা হয়েছে তাতে সবার জন্য ইফতার ও অন্যোন্য কাজ ও আয়োজন করা সুবিদা হবে, তাই অনুরোধ করে বলছি যারা এখনো সুজনের পোস্ট এ জয়েন্ট এ ক্লিক করেন নাই বা লিখেন নাই আসবেন কিনা , তাদের সবিনয়ে বলছি আগামি কাল এর মধ্যে জানান দিবেন।আশা করি সবার সাতে দেখা হবে, আমি বড় ভাইদের কে ওভার ফোনেও বলেছি,ওনারা সবাই আসবেন বলে সমত্তি দিয়েছেন।
আমাদের এই গ্রুপ টা হচ্ছে আমাদের কলোনীর মিলন মেলা, প্রাণের স্পন্দন, আমাদের সুখ দু:খ, প্রেম ভালোবাসা, হাসি আনন্দ, মজার সব অভিজ্ঞতা একে অপরের সাথে শেয়ার করার মাধ্যম। তবে এসব শেয়ার করতে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে, কোন নেগেটিভ বিষয়ে, বা কারও কোন দুর্বল বিষয়ে কথা বলতে গিয়ে যেন সরাসরি কারো নাম প্রকাশ না পায়, আমরা কারো নাম দিয়ে এমন কিছু প্রকাশ করবনা যাতে করে সংশ্লিষ্ট ব্যক্তি বিব্রত হয়, আমাদের জুনিয়র সিনিয়র সকলের অনুভূতি ও সম্মানের প্রতি শ্রদ্ধা রাখব। অশ্লীল যেকোন কিছু পোষ্ট করা থেকে বিরত থাকব।
No comments:
Post a Comment