Wednesday, June 22, 2016

স্মৃতির পাতা থেকে


স্মৃতির পাতা থেকে: হাউজিং কলোনীতে আমাদের নীচে ছিল রিনারা (৮৪ব্যাচ),তার পাশে মনিরা (৮৪ ব্যাচ)।ছোট -বড় আমরা সবাই একসংগে খেলতাম।জরুরী আবাসিক কলোনীতে ডি টাইপে আমাদের পাশে রিনারা, নীচে ছিল রেবারা।প্রায় প্রতি বিকেল রিনাদের বাসায় সময় কাটাতাম।মনি, রিনা বড় হলেও সমবয়সীদের মত মিশতাম আমরা।একদিন নীচে হাঁটছিলাম,রেবা বলল, তুমি ওদের নাম ধরে,তুমি করে বল,আমাকেও তাই বলবে।সে থেকে তার সাথেও আমার তুমি সম্পর্ক হয়ে গেল।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss