Saturday, July 23, 2016

প্রথম বেঞ্চ


বড়দের মুখে শুনতাম, স্কুলে সামনের বেঞ্চে যারা বসে,তারা নাকি ভাল ছাত্র।এই জন্য স্কুলে অনেক কে দেখতাম খুব সকালে স্কুলে গিয়ে ব্যাগ রেখে আসতে।একদিন খুব সকালবেলা দেখি মুন্নি আপা( উম্মে হানি আপার বোন) স্কুল ড্রেস পড়ে আসছেন বাসার থেকে। আমি জিজ্ঞেস করলাম,মুন্নি আপা, কই গেসিলেন? উনি বললেন, ব্যাগ রেখে আসলাম প্রথম বেঞ্চ এ।এখন আস্তে ধীরে স্কুলে গেলেই হবে।" 

স্কুলে ভর্তি হবার পর আমারো ধারনা ছিল, সামনের বেঞ্চে বসতেই হবে। যাদের রোল নং সামনের দিকে ছিল তারাই আমাদের স্কুলে সামনে বসত।একবার নাজিম উদ্দিন স্যার নিয়ম করেছিলেন যাদের রোল পেছনের দিকে তারা সামনে বসবে, তারা সামনে বসবে যাতে পড়া ফাকি দিতে না পারে। 

কিন্তু যতই দিন গেছে বুঝতে পেরেছি সামনের সারিতে বসার মানসিক চাপ। সব সময় তটস্থ থাকতে হত।এর চেয়ে যারা পেছনে বসে দুষ্টামি করত তারাই স্কুল জীবন ভাল ভাবে উপভোগ করতে পেরেছে

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss