Saturday, July 23, 2016

মসজিদের ওরশ


কলোনীতে সাধারণত নামাজ পড়তাম বিএইচ ১ এর পিছনে চইকা জামে মসজিদে তবে মাঝে মাঝে যেতাম বিশেষ উদ্দেশ্যে পুকুর পাড়ের মসজিদে যাহা তখন বাহিরের মসজিদ নামে পরিচিত ছিল।। বন্ধুরা মিলে একদিন পুকুর পাড়ের পাশ দিয়ে হেটে যেতে দেখলাম মসজিদের সামনেই ছোট গরু বাঁধা। ঘটনা বুইঝা ফেলাইতাম, বুইঝা নিতে হইতো, কারণ একেতো সেখানে নামাজ পড়তাম না ,তারপরে কোন প্রকার প্রচার থাকতোনা।সেইদিন একেবারে এশা'র আজানের সাথে সাথে মসজিদে হাজির হতাম।নামাজ শেষে নফল নামাজ পড়তাম,কারণ সময় ক্ষেপন করা।যাইহোক পরবর্তিতে মসজিদের বারান্দায় লাইন ধরে বসতাম।একেবারে গরম গরম আখনী বিরিয়ানি দেওয়া হতো।আহ কি স্বাদ!! সেদিন আশে পাশে অনেক বড় ভাইদের কেও দেখতাম যাদের মাঝে বেশীরভাগই ছিল সিজনাল নামাজী।।পরবর্তিতে মসজিদের অবস্থা দেখলাম আগের থেকে খারাপ হলো। আগে যেখানে দেখতাম গরু দিয়ে ওরশ দিত,পরে দেখা গেলো ছাগল দিয়ে ওরশ করতো।।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss