আমাদের পেইজ জন্ম হয়েছে এক বছর হতে চলল। আগামী ২০ শে আগষ্ট প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছি। অনেক চড়াই উতরাই পেরেয়ি আজকে আমাদের পেইজে অবস্থান এবং আমাদের ঐক্য বেশ দৃঢ়। এই অবস্থানের পিছনে প্রত্যেক স্টিলারের অবদান অনস্বীকার্য। তারপরও দুই ভাইয়ের নিকট আমার কৃতজ্ঞতা একটু বেশী। এদের একজন হচ্ছে ছোট ভাই আতিক অন্যজন মামুন। প্রচুর সময় দেয় এবং প্রচন্ডরকম আন্তরিক। আজকে আমাদের মামুনের জন্মদিন। দারুন আবেগী, অভিমানী, সরল সর্বোপরি ভীষন ভালো ছেলে এই মামুন। তোর জন্মদিন এ তোর প্রতি রইলো শুভেচ্ছা ও ভালভালোসা। ভালো থাক সুস্থ থাক এবং সুন্দর থাকিস। Aslamuddin Mamun

No comments:
Post a Comment