Saturday, July 23, 2016

আমার প্রফেশন যে লাইনে, মানে যে জিনিসের ফেরিওয়ালা গিরি করি সেটা হচ্ছে কাগজ


আমার প্রফেশন যে লাইনে, মানে যে জিনিসের ফেরিওয়ালা গিরি করি সেটা হচ্ছে কাগজ। এই ব্যবসার মূল সিজন টা সেপ্টেম্বর থেকে মার্চ মাস পর্য্যন্ত, যদিও আল্লাহ র অশেষ রহমতে টানা তিন বছর ধরেই আমাদের কাগজের রমরমা ব্যবসা যাচ্ছে। তারপরেও সামনে যেহেতু পিক সিজন আবার আমাদের নতুন একটি প্রজেক্ট এর কাজ হচ্ছে তাই চেয়ারম্যান সাহেবের দাবড়ানিতে প্রায় দু দিন পরপরই ফেরিওয়ালা গিরি করার জন্য বের হতে হয়। 

এবার একটু আমার ফেরিওয়ালা গিরির নমুনা দেই দুপুর ১২ টার দিকে অফিস থেকে বের হই, ব্যক্তিগত কোন কাজ থাকলে (প্রতি দিনই কিছু না কিছু থাকে),সেগুলো সেরে নেই, তারপর আস্তে ধীরে যেখানে ফেরি করি সেখানে যাই, গিয়ে কোন ব্যবসায়ীর ঘরে বসে হাল্কা চা নাস্তা , তুমুল আড্ডা চালাই,যেখানে ব্যবসায়ীক আলোচনার চেয়ে খাজুইরা আলোচনাই বেশী হয়।তারপর পুরান ঢাকার বিখ্যাত " খুশবু বিরয়ানী হাউজের" তেহারি দিয়ে লাঞ্চ। ( উম!! জিভে পানি আইসা পড়ছে)। এভাবেই সাড়ে তিনটা চারটা বেজে যায়। তারপর সোজা বাসায় গমন, বিকাল পাঁচটা/ সাড়ে পাঁচটা মধ্যে বাসায় পৌছে একটা ঘুম। 

অতএব ফেরিওয়ালা গিরি করাটা একবারে খারাপ না। আর ডিএ বিল তো আছেই।

যদিও আমার কাছে ঘন ঘন ফেরি করতে যেতে তেমন মজা লাগেনা। অফিসেই মজা লাগে, কারন সেখানেও একটা ঘুম দেই দুপুরে।

পুনশ্চ : মার্কেটিং বা ফেরি গিরিতে ১০ টা খাজুইরা আলোচনা থেকে একটা কিন্ত কাজের কথা উঠে আসে। আর তাতেই কিস্তিমাত।

মোরাল অফ দ্যা পোস্ট : প্রচন্ড জ্যামে পড়ছি, আজাইরা বসে কি করমু, তাই এ আজাইরা পোস্ট টা দিয়া দিলাম।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss