আজ সকাল থেকেই ঝুম ঝুম বৃষ্টি। অফিস যেতে ইচ্ছা করছিল না। মনে পড়ল স্কুল বেলার কথা। খুব যেদিন বৃষ্টি হত সেদিন ছাত্র ছাত্রী দের উপস্থিতি থাকত কম। এরকম না যে সবার বাসা খুব দূরে।কলোনি তে থাকত প্রায় সবাই। তবুও আসত না।হয়ত ভাবত একদিন স্কুলে না গেলে মহাভারত অশুদ্ধ হবে না।
ছাত্র ছাত্রী কম এলে ক্লাসে মন বসত না। ক্লাস করতে ইচ্ছা করত না।আর তাই ক্লাস নাইন টেন এর বড় ভাইয়েরা ছুটি র দরখাস্ত নিয়ে প্রধান শিক্ষকের কাছে যেতেন টিফিনের পর ছুটি র জন্য।আমরা হয়ত উনাদের সাথে যেতে পারতাম না কিন্তু আমাদের অন্তর থেকে দোয়া থাকত যেন ছুটি মঞ্জুর হয়।
ছুটি পেলে খুব আনন্দ হত। বাসায় এসে ভাত খেয়ে কাথা মুড়ি দিয়ে ঘুম। আহারে অফিসেও যদি এরকম ছুটি পাওয়া যেত মন্দ হত না কিন্তু জানি এটা কেবল স্কুলে সম্ভব

No comments:
Post a Comment