ছোটবেলায় আমার একটা ধারনা ছিল যে স্কুলের মঞ্চে যারা পুরস্কার নিতে ওঠে কিংবা পারফরমেন্স করে তারা বুঝি স্টার টাইপের কেউ।আমারো খুব ইচ্ছা করত মঞ্চে উঠার। কিন্তু যতবার আমি কবিতা আবৃত্তির জন্য অডিশন দিতে যেতাম, ততবার বাদ পড়ে যেতাম। আবার খেলাধুলায় খুব ভাল ছিলাম না। তবুও আমি আর নাসিম মিলে একবার তিন পায়ে দৌড় দেবার চেষ্টা করেছিলাম। দেখলাম সবাই সামনে চলে গেছে।আমরা দুজন পেছনে পড়ে আছি। তাই আর স্টেজ এ উঠা হয়নি। তবে স্কুলে যেদিন বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান হত সেদিন একটা কন্ঠ বেশি শুনতে পেতাম।।সেটা হল নুর নবী স্যারের কন্ঠ। স্যার খুব সুন্দর করে অনুষ্ঠান সঞ্চালনা করতেন।বিজয়ীদের নাম ঘোষনা করতেন। অনুষ্ঠান আর স্যারের কন্ঠ যেন পরিপুরক হয়ে গিয়েছিল। আর তাই স্টেজের ছবির দিকে তাকালে নুর নবী স্যারের আর স্কুলের সেই পুরস্কার বিতরনী র দিনগুলোর কথা মনে পড়ে


No comments:
Post a Comment