একই বৃন্তের তিন ফুল । মেরী ,ঝুমুর ,একা ।প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে মক্তবে যাওয়া ,একসাথে স্কুলে যাওয়া ,বৃষ্টিতে গোসল করা ,খাল পাড় ,স্কুল পালানো ,মক্তব পালানো ,শবেবরাত ,শবে কদরে একসাথে নামায পড়া ,ডাংগুলি ,বৌ চি ,বরফ পানি ,লুকোচুরি ,ক্রিকেট ,ফুল চুরি করা ,খেজুর কুড়ানো ,হুজুরের কাছে মক্তব পালানো আর নামায না পড়ার জন্য একসাথে মার খাওয়া কোন কিছু বাদ যায় নি আমাদের ।একা ছোট বেলা থেকে সাজু গুজুতে পারদর্শি ছিল ।অনেক সেজে থাকতো ।অবশ্য ওকে সুন্দর লাগতো ।আমি আর মেরী চিন্তা করতাম এই মেয়ে কেমন করে এত সেজে থাকতে পারে ।ওড়না একটা পেলেই হতো ওটাকে শাড়ি বানিয়ে পড়ে নিত ।এত ফিটফাট থাকতো সব সময় ।ছবি দেখেই বুঝতে পাড়ছো সাজুগুজু গার্ল ।আমি আর মেরী ছিলাম দস্যি ।সারা কলোনী চষে বেড়ানো ছিল আমাদের কাজ ।আর খাল পাড় ছিল আমাদের সব চেয়ে প্রিয় জায়গা ।দিনের সিংহভাগ সময় খাল পাড়েই ব্যয় করেছি ।অনেক আনন্দ করেছি জীবনে ।অনেক সুন্দর সময় কেটেছে আমাদের ।খুব মিস করি সে জীবন ।পৃথিবীতে যদি কখন ও ২য় জন্ম হয় স্টিল মিলেই যেন জন্ম হয় আমাদের ।আর তোরাই যেন আমার বন্ধু থাকিস ।ভাল থাকিস ।

No comments:
Post a Comment