সি এস এম কলনি থেকে হাউজিং কলনি কত কি.মি. হবে? কখনও কি আমরা জানতাম। প্রতিদিন সকাল ৬ টায় পদযাত্রা থাকত আমাদের তিনজনের আমি সহ পারভেজ আর swapon. কারন এক্তাই নুরুনবি স্যারের কাছে প্রাইভেট পড়া।
যাওয়া আর আসার মাজখানের রাস্তাঘাট টাই ছিল সবচেয়ের মজার। প্রতিদিন অনেক রকমের জিনিসই চক্কে পরতো জাং দেখে আমরা অনেক হাসি তামাসা করতাম।
তার ভিতরে একটা জিনিস থেকে আমরা বেশি হাসতাম। প্রতিবার ই চিন্তা করতাম দুকান্তার। কাছে আসলেই ভাবতাম আজ আর,,,,
No comments:
Post a Comment