দুপুর থেকে পুরানো ঢাকায় ছিলাম, সাড়ে তিনটা র দিকে কাজ শেষ করে বাসায় ফিরার পথে ভেবেছিলাম একটু বসুন্ধরা সিটি হয়ে যাবে, মার্কেটে দশ মিনিটের কাজ ছিল। , মার্কেটের সামনে গিয়ে চক্ষু ছানাবড়া , ওরে বাবা! বসুন্ধরা শপিং মলে ঢুকার মুখে দেখি বিশাল লাইন, নিরাপত্তা জনিত কারনে মার্কেটের ক্রেতা দর্শনার্থী সবাইকে চেক করে ঢুকানো হচ্ছে। এতেই ঢুকার মুখে লম্বা লাইন পড়ে গেছে, এই লাইন দিয়ে ঢুকতে গেলে মিনিমাম ৪৫ মিনিট / ১ ঘন্টা লাগবে। ১০ মিনিটের কাজের জন্য ১ ঘন্টা লাইনদিয়ে মার্কেটে ঢোকার কোন মানে হয়না।
ধুর এর চেয়ে বাসায় গিয়া দিবা নিদ্রা দেয়াই উত্তম, অতএব, যাইগা বাসায়।।
No comments:
Post a Comment