রাস্তা দিয়ে হেটে আসার সময় যেসব মানুষ গুলো র চেহারা চোখে পড়ে আমি তাদের খুব ভাল করে খেয়াল করি।কারো মুখ দেখি বিষন্ন, কারো টা খুব খুশি,কেউ চিন্তিত, কেউ বা নির্লিপ্ত, কেউ বা কোথাও পৌঁছানো র জন্য খুব উদ্বিগ্ন, কেউ বা নিশ্চিন্ত আবার কেউ খুব বিরক্ত। একেক মানুষের একেক রকমের মুখ। এই যে এত মানুষ সবার মুখের অবস্থা কিন্তু এক নয়।
তবে আমার সবচেয়ে ভাল লাগে মানুষের হাসিখুশি মুখ দেখতে, মানুষের সুখী সুখী চেহারা দেখতে। আরো ভাল লাগে মানুষ যখন তার সুখ বা আনন্দের কথা কারো সাথে ভাগাভাগি করে।তখন তার চেহারায় এক আশ্চর্য আলো ভর করে,পুরো চেহারায় পুলকের সেই দীপ্তি দেখতে আরো ভাল লাগে।
ছোট্ট এই জীবনে মানুষের ভাল সময়ের চেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে বেশি যেতে হয়। কিন্তু তবুও মানুষ চায় সেই খারাপ সময় টাকে ভুলে ভাল থাকতে। তাই ত সবার কাম্য হওয়া উচিত।
সারাদিন আর সারারাত আমি সেই সুখী মানুষ টাকে খুজে খুজে যাই
No comments:
Post a Comment