দুপুর দুইটায় সিটি গেইট থেকে রওনা দিলাম। ঠিক চারটায় চৌদ্দগ্রাম হাইওয়ে হোটলে পৌঁছলাম। সেখানে লাঞ্চ করে আবার পৌনে পাঁচটায় ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম সোয়া ছয়টায় কাঁচপুর ব্রীজে আসলাম। কাঁচপুর ব্রীজ থেকে ঢাকার উত্তরায় আসতেই প্রায় আড়াই ঘন্টা লেগে গেলো তাও আবার রুপগঞ্জ দিয়া। এত জ্যাম ঢাকা শহরে? গাড়ি চলতেই চায় না। মাঝে মাঝে ট্রাফিকরাও ভুলে যায়, অন্যদিকে যে গাড়ি আছে। একপাশে ক্লিয়ার দিয়ে দিব্যি দুজন মিলে গল্প করছে। Shahabuddin Liton
আমাদের এই গ্রুপ টা হচ্ছে আমাদের কলোনীর মিলন মেলা, প্রাণের স্পন্দন, আমাদের সুখ দু:খ, প্রেম ভালোবাসা, হাসি আনন্দ, মজার সব অভিজ্ঞতা একে অপরের সাথে শেয়ার করার মাধ্যম। তবে এসব শেয়ার করতে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে, কোন নেগেটিভ বিষয়ে, বা কারও কোন দুর্বল বিষয়ে কথা বলতে গিয়ে যেন সরাসরি কারো নাম প্রকাশ না পায়, আমরা কারো নাম দিয়ে এমন কিছু প্রকাশ করবনা যাতে করে সংশ্লিষ্ট ব্যক্তি বিব্রত হয়, আমাদের জুনিয়র সিনিয়র সকলের অনুভূতি ও সম্মানের প্রতি শ্রদ্ধা রাখব। অশ্লীল যেকোন কিছু পোষ্ট করা থেকে বিরত থাকব।
No comments:
Post a Comment