অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, একটু আগে রুবিনা শিরীন আপুর "নিয়াজ মোরশেদের হুজুর আর মক্তবের উপর লেখা পড়ে একটি ঘটনা মনে পড়লো" এই লিখাটির মাধ্যমে আমাদের CSM Colony পেজ এর লিখার সংখ্যা ১৭০০ পূর্ণ হল।
এই ১৭০০ লিখার মধ্যে যেই ৫ জন এগিয়ে আছেন তারা হলেনঃ
১. আতিক ভাই, উনার স্কোরঃ ২৭২
২. নিয়ায মরশেদ জনি, স্কোরঃ ১৩৯
৩. মাহাবুব রাসেল ভাই, স্কোরঃ ৭৮
৪. আনিসুর রহমান রেজা ভাই, স্কোরঃ ৭৪
৫. কামার উদ্দিন কমু ভাই, স্কোরঃ ৭৩
এই ১৭০০ লিখা পূর্ণ হতে CSM Colony পেজ এর মোট সময় লেগেছে (From : Thursday, 20 August 2015 to : Thursday, 14 July 2016) 28,512,000 seconds, 475,200 minutes, 7920 hours, 330 days, 47 weeks and 1 day, 10 months 25 days, 90.41% of a common year (365 days)।
পেজ এর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
No comments:
Post a Comment