আমরা যেখানে থাকি,এখানে একটি ছোট মহিলা মাদ্রাসা আছে। দুই তিন মাস আগে এখানের এক হুজুর ছেলেদের স্কুলের পাশ দিয়ে রিক্সা করে আসছিল।বড় ছেলেকে দেখে বলল,আস আমি ঐদিকেই যাচ্ছি।ছেলেও কথামত রিক্সায় উঠলো।বাসায় এসে বলে 'রিক্সা ভাড়া বেঁচে গেছে'।শুনে বললাম, আর কখনো উঠবে না।দরকার হলে কিছু বেশি টাকা নিবে।আরেকদিন বিকেলবেলা অন্য ছেলেসহ ওকে ডেকে সিঙ্গারা খাওয়ালো এই হুজুর।আমাদের বাসার কাছে বাজারের নাম 'ফইল্লাতলি'।একদিন এই হুজুরই ছেলেকে বলে, 'চল ফইল্লাতলি বাজারে যাই'।আবার মাঝে মাঝে মাদ্রাসার ভিতরে যেতে বলতো।ছেলে যেত না।একদিন স্কুল থেকে এসেছে,বৃষ্টি হচ্ছে,গেটে তালা,ছেলেটা বাহিরে দাঁড়িয়ে।এরমধ্যে হুজুর ডাকছে তাদের মাদ্রাসায় যেতে অথচ আমাদের বাহিরের গেটের ভিতর ঢুকলে গায়ে তেমন বৃষ্টি পড়ে না।ছেলের বাবাকে বললাম হুজুরের আচরন ভাল লাগছে না,তুমি চাচাকে (মাদ্রাসার মালিক) ঘটনাগুলি বলে রাখ।কিন্তু ছেলে ভয় পাচ্ছিল,'বলার পর হুজুরটা যদি ক্ষেপে যায়'!বললাম, দেখা যাক,ভয়ের কিছু নাই।চাচাকে বলার পর এখন ঐ হুজুরকে আর দেখা যায় না।সম্ভবত বিদায় হয়েছে।আপাতত দুশ্চিন্তা একটা গেছে।
আমাদের এই গ্রুপ টা হচ্ছে আমাদের কলোনীর মিলন মেলা, প্রাণের স্পন্দন, আমাদের সুখ দু:খ, প্রেম ভালোবাসা, হাসি আনন্দ, মজার সব অভিজ্ঞতা একে অপরের সাথে শেয়ার করার মাধ্যম। তবে এসব শেয়ার করতে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে, কোন নেগেটিভ বিষয়ে, বা কারও কোন দুর্বল বিষয়ে কথা বলতে গিয়ে যেন সরাসরি কারো নাম প্রকাশ না পায়, আমরা কারো নাম দিয়ে এমন কিছু প্রকাশ করবনা যাতে করে সংশ্লিষ্ট ব্যক্তি বিব্রত হয়, আমাদের জুনিয়র সিনিয়র সকলের অনুভূতি ও সম্মানের প্রতি শ্রদ্ধা রাখব। অশ্লীল যেকোন কিছু পোষ্ট করা থেকে বিরত থাকব।
No comments:
Post a Comment