আজকে মামার বাসায় গিয়েছিলাম।সেখান থেকে স্কুল অনেক কাছে। ১৮ বছর দেখিনি।তাই দেখতে গেলাম।কিন্তু উল্টো আরো মন খারাপ হয়ে গেল।চেনা স্কুলের প্রবেশ পথ পাল্টে গেছে।মঞ্চ টা নেই। আরো অনেক কিছুই আগের মত নেই। অনেক কিছুই মনে পড়ে গেল।কিন্তু একটা চাপা দীর্ঘশ্বাস এসে সবকিছু এলোমেলো করে দিল।মনে হল আরো আগে কেন এলাম না।

No comments:
Post a Comment