Thursday, July 21, 2016

পোস্টমর্টেম : পর্ব ২


লেখকের পোস্টমর্টেম থুক্কু লেখকের লেখার পোস্টমর্টেম শুরু করি দেই কি বলেন। আচ্ছা শুরু করি।

Ahsanul Tarique ফাইটার বয়, খুব কম লেখে, যখন লিখে কলোনি টা কে চোখের সামনে নিয়ে আসে।

Al Amin Billah Shujon : ওরে কি লেখক বলব না গবেষক বলব, নাকি পরিসংখ্যান বিদ বলব এটা নিয়া পোস্টমর্টেম রিপোর্টে কনফিউশন দেখা দিছে।

Aslamuddin Mamun ওর লেখায়ও কনফিউশন সৃষ্টি হইছে এজন্য যে এগুলা কি তথ্য অধিদফতর এর প্রেস নোট নাকি সরকারি গেজেট?

Farhana Sammi Farhana Sammi :পারিবারিক বোঝাপড়া গুলো চমৎকার ভাবে ফুটিয়ে তুলতে পারে।

Farhana Islam Rony আচমকা দারুন সব ফিচার নিয়ে হাজির হয়। ( যেমন আজ সবুজ রঙ এর জামা)

Shajib Kumer Dey মগা মাঝেমধ্যে জাতিসংঘের মহাসচিবের মত স্টেটমেন্ট দিয়া দেয়। এই স্টেটমেন্টে আবেগও থাকে। কমেন্টস গুলো কিছুটা এটাকিং হয়।

Monirul Islam Monir এই শালা যে এতো ভালো লেখতে পারে আমি জানতাম না। কলোনিতে শালার লেখালেখি প্রতিভা ছিল পিকনিকের বাজারের লিস্ট তৈরি আর ফার্মেসি তে ঔষধ বিক্রির হিসাব পর্য্যন্ত।

Jashim Uddin ভাই, প্রেমিক পুরুষ, বলা যায় বিদ্রোহী প্রেমিক পুরুষ, সংগ্রামী প্রেমিক এবং অতি অবশ্যই সফল প্রেমিক। তাই লেখায় বিপ্লবী রোমান্স থাকে।

Samee Sam ওর লেখা পোস্টমর্টেম করতে গিয়া বাংলা টু বাংলা ডিকশনারি লাগছে, বাংলা একাডেমী ও ছুটাছুটি করা লাগছে। আর হিহি হি তো আছেই।

যাই হোক আজকের ময়নাতদন্ত এ পর্য্যন্তই, আরো কিছু লাশ ধুর আবারো মিস্টেক করি ফেললাম, আরো কিছু লেখকের লেখা ময়নাতদন্ত দেখি করা যায় কিনা।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss