ওয়ার্কার ক্লাবের এই জায়গা টা আমার খুব চেনা। কারন যখন আমাদের ১০:১৫ তে ক্লাস শেষ হয়ে যেত,বন্ধুদের অনেক কে দেখতাম ক্লাবের সামনের জায়গাটা তে খেলতে যেত।আমার যেতে ইচ্ছা করলেও যেতাম না।ভাবতাম আম্মা হয়ত চিন্তা করবে। তাই বাসায় চলে যেতাম।তবে এই ক্লাবের ভেতরে একটা দোকান ছিল আর বাইরে টিনের একটা দোকান ছিল। ভেতরের দোকান টাতে গোলাপি আর ঘিয়া রং এর এক ধরনের চকলেট পাওয়া যেত,যাকে আমরা পাওয়া যেত সন্দেশ। আর গোলাপি আর হলুদ রং এর লাঠি চকলেট আর মার্বেল এর মত গোল চকলেট পাওয়া যেত।মাঝেমাঝে ওই চকলেট গুলো কিনতে ক্লাবের জায়গা টাতে আসতে হত। তবে ক্লাবের ভেতরে কখনো ঢোকা হয়নি। চকলেট কিনেই বাসায় চলে আসতাম ভাল ছেলের মত। ছোটবেলায় কেন জানি বেশি দূরে খেলতে যেতে ইচ্ছা করত না, আবার সুমন ভাই,আরিফ ভাই,মাসুদ এরা যখন কর্নফুলী নদী দেখতে বা জিপসামের খনি দেখতে যেত, সেখানেও যেতে ইচ্ছা করত না।মনে হত আম্মা বুঝি এই আমাকে খুজবেন আর না দেখলে চিন্তা করবেন।আর এই ভেবে ভেবে আমার পুরো কলোনি র অনেক কিছুই দেখা হয়নি

No comments:
Post a Comment