আমার গায়ের কালার অনুয়ায়ী নাকি সাদা রং টা বেশী মানায়। তাই আমারও সাদা রং টা বেশী পছন্দ। যদিও পাঠ্যপুস্তক অনুয়ায়ী সাদা কোন রং নয়। তারপরেও বাধ্যহয়ে সাদাকে এক নম্বরে রাখতে হয়। আমার বেশীর শার্ট, পাঞ্জাবী হয় সাদা না হয় সাদার উপর স্ট্রাইপ কিংবা চেক। বয়সের কারনে মনটা সবুজ থেকে আস্তে আস্তে একটু হালকা সুবজের দিকে যাচ্ছে। কিন্তু চেষ্টা করছি পুরোপুরি সবুজ রাখার জন্য। তাই ইদানিং কালারের দিকে যাচ্ছি। তবে সবুজ ছাড়া। উপরে কালারফুল পড়ে বুঝানোর চেষ্টা করছি মনটা এখনো সবুজ আছে। অবশ্য আমি যে সব কালারফুল জামা পড়ি এগুলি একটাও কালারফুল না সবই হালকা কালার। অর্থাৎ সাদার পরে আমার প্রিয় হালকা কালারগুলি হচ্ছে, ক্রীম, গোলাপী, পেস্ট, আকাশী, মিষ্টি কালার ইত্যাদি। যদি এই জাতীয় কালারগুলিয়ে ফেলি। কোনটা ক্রীম কোনটা হালকা গোলাপী।
এখানে চার নম্বরের যে পাঞ্জাবিটা আছে তা কখনও কিনি নাই। মনে হয় ভবিষ্যতেও কিনবো না। তবে কেউ গিফট দিলে তখন ব্যবহার করি। এবারের ঈদে এইটা অবশ্য আমাকে একজনে গিফট দিয়েছে। আর বাকি যে গুলা আছে সেগুলিও সব আমাকে টাকা দিয়ে কিনতে হয় নাই, তবে চয়েস করতে হয়েছে।

No comments:
Post a Comment