কলোনি তে একটা বিষয় লক্ষ্য করার মত ছিল।সেটা হল কারো বাসায় একটা ম্যাগাজিন কিনল,সেটা হাত ঘুরে ঘুরে অনেকের বাসায় চলে যেত।একই ঘটনা ঘটত অডিও ক্যাসেট এবং গল্পের বইয়ের বেলায়।একবার অন্যের কাছে গেলে সেটা ফেরত পাওয়া সোজা ছিল না।তেমন একটা ঘটনা,১৯৯৮ সাল।ঈদের পর পর।আমি ঈদের বেশ কিছুদিন পর বাসায় আসলাম। আমার বোনদের কাছে খবর পেলাম মৌ এর একটা ম্যাগাজিন আনা হয়েছে বাসায়।সেটা যখন দেখতে চাইলাম শুনলাম অপু ভাই নাকি দেখতে নিয়ে গেছেন।
অপু ভাইদের বাসা থেকে সেটা চলে গেল সেকান্দার ভাইদের বাসায়,মানে মিনু আপাদের বাসায়।মিনু আপাদের বাসা থেকে ম্যাগাজিন নিয়ে ফিরছি, সিড়িতে রিনা আপার আম্মার সাথে দেখা।উনি আমার হাতে ম্যাগাজিন টা দেখে বললেন, "জনি, শুনছ, মৌ এর ত বিয়ে হয়ে গেছে।ঢাকায় আমাদের যারা পরিচিত তারা নাকি বিয়েও খায়ছে" আমি খালাম্মার কথা শুনে বললাম,"না ত খালাম্মা, জানিনা" এর কিছুদিন পর কলোনি থেকে চলে এলাম।
তার কিছুদিন পরে " ভোরের কাগজ" পত্রিকায় খবর এল মৌ জাহিদের বিয়ে হয়ে গিয়েছে।তবে খালাম্মার সাথে এ বিষয়ে আর কথা হয়নি।কয়েক বছর আগে শুনলাম, খালাম্মার মৃত্যুর খবর।চাচাও নাকি আর নেই। অথচ ছোটবেলায় এই দুটো মানুষ আমাকে অনেক স্নেহ করতেন।শুধু আমাকে না, যেকোন ছোট বাচ্চাকে উনারা অনেক আদর করতেন।আল্লাহ পাক যেন উনাদেরকে জান্নাত বাসী করেন,এই দোয়া করি।
No comments:
Post a Comment