আমি কাল রাত থেকে মানে বাংলাদেশ হেরে যাওয়ার পর থেকে আমার মাথায় একটাই চিনতা কাজ করছে আর খুব বেশি মনে হচছে সাকিব ইচছা করেই আমাদের সাথে এমন করল।আমার মনে আছে আরও একবার আমরা সাকিবে জন্য হেরেছি।এই পেইজে অনেক ভাইয়ারা আছেন জারা খেলা খুব বুঝেন, একটা জিনিস খেয়াল করবেন যে বাংলাদেশ আট ভারতের খেলা হলে কোন মা কোন ভাবে আটা হেরে জায়। আমার মনে হয় কোন এতে কোন ষড়যন্রআছে।ইস এখন ইচছা করতাছে কেন জে সাংবাদিকতা নিয়ে পড়লাম না।কিছু একটা হলেও করতে পারতাম।যখন দেখতাছি আমরা হেরে জাব,তখন মনটা খুব খারাপ হওয়াতে জুবায়ের উপর সব রাগ গিয়ে পড়ল।খেলা দেখার সময় দুইবার ওকে মারচি।কি করব কি বুঝতাছিনা। আসলে কালকে আমাদের মুজতাবিজকে বেশি দরকার ছিল।মনটা খারাপ তো তাই উলটা পালটা কিছু লিখলাম। কিনতু কথা সত্য।
আমাদের এই গ্রুপ টা হচ্ছে আমাদের কলোনীর মিলন মেলা, প্রাণের স্পন্দন, আমাদের সুখ দু:খ, প্রেম ভালোবাসা, হাসি আনন্দ, মজার সব অভিজ্ঞতা একে অপরের সাথে শেয়ার করার মাধ্যম। তবে এসব শেয়ার করতে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে, কোন নেগেটিভ বিষয়ে, বা কারও কোন দুর্বল বিষয়ে কথা বলতে গিয়ে যেন সরাসরি কারো নাম প্রকাশ না পায়, আমরা কারো নাম দিয়ে এমন কিছু প্রকাশ করবনা যাতে করে সংশ্লিষ্ট ব্যক্তি বিব্রত হয়, আমাদের জুনিয়র সিনিয়র সকলের অনুভূতি ও সম্মানের প্রতি শ্রদ্ধা রাখব। অশ্লীল যেকোন কিছু পোষ্ট করা থেকে বিরত থাকব।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment