Monday, March 7, 2016

পরিসংখ্যান রিপোর্টঃ গ্র্যান্ড টোটাল (২০ অগাস্ট ২০১৫ টু ২৯ ফেব্রুয়ারী ২০১৬ পর্যন্ত)

- Al Amin Billah Shujon

কিছু কথাঃ

গ্র্যান্ড টোটাল নিয়ে কি আর বলব। এক কথায় আমি মুগ্ধ এবং অভিভূত । জানুয়ারীতে লিখার সংখ্যা ছিল ৮৯ এবং লেখকের সংখ্যা ছিল ৩৩ জন, যা ফেব্রুয়ারীতে গিয়ে বেড়ে দাঁড়িয়েছে ২০৩ টি এবং ৫৯ জনে। অর্থাৎ জানুয়ারীর তুলনায় ফেব্রুয়ারীতে  লিখার সংখ্যা বেড়েছে ১২৮.০৯% এবং লেখকের সংখ্যা বেড়েছে ৭৮.৭৯%। পার্থক্যটা অবশ্যই চোখে পড়ার মত।

কি যে মাসাকার অবস্থা হত যদি মইন ভাই, রাসেল ভাই আর নমি ভাই থাকতো। ভাবতেই ভাল লাগে এখন সবাই অনেক গুছিয়ে লিখে, অনেক সতর্ক সবাই লিখার ব্যাপারে, লিখাগুলো পরে মনে হয় যেন কোন প্রফেসনাল লেখক এর লিখা পড়ছি।

আশা করছি মার্চ মাসে লিখা এবং লেখকের সংখ্যা আরো বৃদ্ধি পাবে, এখনো পর্যন্ত প্রতিদিন ৮ টিরও বেশি লিখা আসছে যা খুবই ইতিবাচক। এইভাবে চলতে থাকলে মার্চ মাসের প্রতিযোগিতা অনেক বেশি/আরো বেশি জমজমাট হবে বলে মনে হচ্ছে।

এইবার সবার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের জাভেদ ভাইয়ের প্রপোসালটা নিয়ে একটু ভাবতে। খুব সুন্দর প্রস্তাব। আমি জাভেদ ভাইয়ের কথাটা কোড করলামঃ

“আমি কলোনির একটি বর্ননামুলক মানচিত্র তৈরির চেষ্টা করছি। শুরুটা আমি করলাম। আমি চাই সবাই যার যার মত অংশগ্রহন করুক। লেখাগুলো বর্ননামুলক হওয়া জরুরী। কলোনির আইডেন্টিক্যাল, আইকনিক অথবা দীর্ঘদিন চোখে পড়েছে এমন জিনিসগুলো বর্ননায় এলে মানচিত্রটা অনেক সমৃদ্ধ হবে। উদাহরণ হিসেবে বলা যায় খালপাড়ের সেই বড় পাথরটা, ই-টাইপের ভাঙ্গা স্লিপার কিংবা টাংকির নিচের সেই ঠাণ্ডা চকচকে মসৃণ পানির পাইপটা। যারা এই গ্রুপের লেখার আর্কাইভ করছেন তাদের কাছে অনুরোধ এই আহবানে সাড়া পাওয়া গেলে এই লেখাগুলো যেন আলাদা মার্ক করে একসাথে মজুদ করা হয়। লেখাগুলো পড়ার অপেক্ষায় রইলাম”

আমরা সবাই চাইলে খুব সুন্দর একটা মানচিত্র তৈরি করা সম্ভব। ২/৩ জন ইতিমধ্যে লিখা শুরু করছে এই বিষয়ে। আমাদের সবার উচিত এই বিষয়ে অন্তত একটা করে লিখা পোস্ট করা। মার্চ মাসে সবাইকে “কলোনির একটি বর্ননামুলক মানচিত্র” এই বিষয়ের উপর অন্তত ১ টি করে লিখা, লেখার জন্য অথবা বিষয়টি নিয়ে ভাবার জন্য অনুরোধ এবং আহবান করা হল।

যাই হোক অনেক কথা বলে ফেললাম। আর বেশি কথা বলব না, আর আপনাদের বিরক্ত করব না। এইবার গ্র্যান্ড টোটাল এর ফলাফল প্রকাশ করছি।


# Facebook CSM Colony পেজ এ গ্র্যান্ড টোটাল (২০ অগাস্ট ২০১৫ টু ২৯ ফেব্রুয়ারী ২০১৬ পর্যন্ত) ছোট, বড়, মাঝারি, বাংলা, ইংলিশ, বাংলিশ মিলিয়ে এখনো পর্যন্ত সকল ছোট, বড়, মাঝারি ভাই বোনদের মোট লিখার সংখ্যা (অনুছড়া/পরমাণু ছড়া/হঠাৎ ছড়া বাদে) ৭০২ টি।

# লেখকের সংখ্যা ছিল ৭৯ জন এবং সর্বমোট পেজ মেম্বার ৬৩৮ জন।

# পাশের হার ১২.৩৮%। {( ৭৯/৬৩৮) * ১০০}

** গ্র্যান্ড টোটাল এ আতিক ভাই এর লিখা সবচেয়ে বেশি, উনার সর্বমোট লিখার সংখ্যা ৯৯, 
** দ্বিতীয় অবস্থান আছে রাসেল ভাই, স্কোরঃ ৭৮, 
** তৃতীয় অবস্থান আছে জাভেদ ভাই স্কোরঃ ৫৬।

নীচে বিস্তারিত দেয়া হলঃ

1. Atiq CSM (99)
2. Mahabub Rasel (78)
3. Javed (56)
4. Niaz Morshed (41)
5. Iftee Nomi (36)
6. Anisur Rahman Reza (29)

7. Kamal Uddin Komu (25)
8. Syed Samee (25)

9. Chand Sultana Bonna (24)
10. Moin Khan Toli (24)

11. Ripon Akhtaruzzaman (17)
12. Pulok (14)
13. Anwarul Hoque (12)

14. Al Amin Billah Shujon (11)
15. Aslamuddin Mamun (11)
16. Muntaha Toru (11)

17. Shaila (10)
18. Taskin (8)

19. Mahabub Liton (7)
20. Masudul Hasan (7)
21. Shafiullah Manik (7)

22. Ahsanul Tarique (6)
23. Babu CSM (6)
24. Nahidul Razon (6)

25. ADM Salauddin (5)
26. Abu Naser (5)
27. Ava Abid (5)
28. Jashim Uddin (5)
29. Jhumur Jhum Jhum (5)
30. Mahabub Hossain (5)
31. Nazmul Huda (5)
32. Tinku (5)

33. Kibriya Saimon (4)
34. Major Rajib (4)
35. Masuk Elahi (4)
36. Monirul Islam Monir (4)
37. Sajib Dey Apu (4)
38. Taher Hossain (4)

39. Elahi Newyaz (3)
40. Farhana Akhter (3)
41. Farhana Sammi (3)
42. Farzana Rini (3)
43. Hasan Rubayet (3)
44. Jahed Tipu (3)
45. Mahmud Hasan (3)
46. Nuruddin (3)
47. Nurul Kabir Niru (3)
48. Reajul Shahin (3)
49. Shamima Bithi (3)

50. Abu Hena (2)
51. Arif (2)
52. Emrul Huda (2)
53. Hafizur R Sharife (2)
54. Hamytur Rahman (2)

55. Abdul Aziz (1)
56. Abdullah Al Mahbub (1)
57. Babu Zahid (1)
58. Didarul Khokon (1)
59. Doha (1)
60. Fahima Mithu (1)
61. Habibur Rahman (1)
62. Jonaed Chowdhury (1)
63. Liza (1)
64. Mamun Baul (1)
65. Masud Islam (1)
66. Mokammel Murad (1)
67. Monirul Islam Liton (1)
68. Mosaddeque Ali (1)
69. Mostafizur Shapon (1)
70. Nahid Urmi (1)
71. Priyanka Barua (1)
72. Raju Siddique (1)
73. Rume Chowdhury (1)
74. Saiful Rakib (1)
75. Simka (1)
76. Suzan Hasanat (1)
77. Taskiatun Nur Tania (1)
78. Umama Iqbal (1)
79. Ziaul Hasan (1)

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss