Monday, March 7, 2016

আমাদের বাসার পাশের বাসা ছিল জাফর মামাদের বাসা


আমাদের বাসার পাশের বাসা ছিল জাফর মামাদের বাসা।মামার দুটো ছেলে ছিল-রুমি ও জনি।রুমি ওজনি পিটা-পিঠি ছিল।তারা খুব চন্চল ছিল।জনি ও রুমির তখন বয়স সম্ভবত ৪-৫ হবে।ওরা সবসময় চিটাগাং এ বাসায় কথা বলত।আমি জনি ও রুমি কে ক্ষ্যাপাইতাম আর ওরা আমাকে চিটাগাংএ ভাষায় গালি দিত।ওদের ছোট্ট মুখে চিটাগাং ভাষা শুনার জন্য সবসময় ওদের সাথে দুষ্টামি করতাম।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss