Monday, March 7, 2016

পরিসংখ্যান এর এদিক সেদিক


Al Amin Billah Shujon এর প্রকাশিত ডাটা অনুযায়ী লিখার সং্খ্যা যেমন বেড়েছে,তেমনি বেড়েছে লেখকের সং্খ্যা। এটা অবশ্যই আনন্দের বিষয়। তবে জসিম ভাই,নজরুল ভাই চিন্তিত যে আগের মত আড্ডা জমছেনা যেটা শুরুতে জমত।খেয়াল করার মত,তবে দুশ্চিন্তা করার মত না।ভাল সময়, মন্দ সময় সব সময় থাকবে।বসন্ত, শীত সবসময় থাকবে।কোন বসন্তে গাছে ফুল নাও থাকতে পারে,তবুও বসন্ত।আড্ডা জমছেনা তার মানে মেম্বারদের পেজের প্রতি ভালবাসা কমে গেছে এমন মনে করার কোন কারণ নাই। তাহলে লিখার সং্খ্যা এত বেড়ে যেত না।কারন কিছু স্বপ্নবাজ মানুষ পেজটাকে সবসময় নিজের অস্তিত্ব এর অংশ মনে করে।তারা কখনোই পেজকে ঝিমিয়ে পড়তে দিবেনা।সবার আলাদা আলাদা জীবন আছে,ব্যস্ততা আছে।তবুও দিন শেষে সবাই পেজে ঢুকে পোস্ট দেখতে পছন্দ করি।কেউ লাইক দেই,কেউ কমেন্ট করি।এটা করি পেজের প্রতি ভালবাসা থেকে, আন্তরিকতা থেকে।দায়বদ্ধতা থেকে। পেজের জন্য ভালবাসা না থাকলে এটা কখনোই হত না।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss