মসজিদের ডান পাশে পুকুর বাম পাশে আমাদের বাসা, আমি ডালিম, শিপন,দুপুর হলেই পুকুরে দাপাদাপি করতাম,এই দাপাদাপি করতে করতে একদিন ডুব দেয়া শিখলাম, আস্তে আস্তে কিছুটা সাঁতারও শিখলাম তাও পুরাপুরিনা এটা আবার বড়াই করে সবাইকে বলতাম,আমাদের এই কথা শুনে বিপুল ও গো ধরছে সে ও সাঁতার শিখবে কিন্তুু আমি চাইনি বিপুল আমার আগে সাঁতার শিখুক আর এমনেও বিপুল এর সাথে আমার বনিবনা হতো কম,তো সবাই মিলে একদিন পুকুরে গেলাম বিপুলও সাথে, পুকুরে নেমে ডালিম শিপন সাঁতার কাটতাসে আমি আর বিপুল নিজেরা নিজেরা পানিতে দাপাদাপি করতেছি আর বিপুল কে দেখাচিছ কি ভাবে ডুব দিয়া পানির নিচে থাকতে হয় এভাবে কিছু সময় দুজনের কথা বলা চলছে,কথা বলতে বলতে কি নিয়ে জানি দুজনেরই ঝগড়া শিপন ডালিম তো একবার আসে আবার সাঁতার কাটতে কাটতে দুরে চলে যায়,হঠাৎ আমি আর বিপুল পানির মধ্যে মারামারি শুরু করে দিলাম,বিপুল মারামারি করতে করতে উপরের দিকে চলে যেতে চায় আমি বিপুলকে পানি থেকে উঠতে দিতে চাচিছ না,হঠাৎ আমি বিপুলকে ধইরা পানির মধ্যে চুবাইতেছি আর বিপুল উপরে উঠতে চাচেছ এভাবে কয়েকবার করাতে বিপুল এর মুখের ভিতর পানি ডুকে গেল আর কাশতে শুরু করে দিল শিপন আর ডালিম এসে তাড়াতাড়ি বিপুল কে বাসায় পৌঁছে দিল, বিপুল এর মা তো সাথে সাথে যতারীতি বাসায় বিচার দিল আর নিচে বিপুল এর মা আর উপরে আমার মা বসে রইলো এখন আমি কোন দিকে যাবো বুঝতে পারছিনা .........
আমাদের এই গ্রুপ টা হচ্ছে আমাদের কলোনীর মিলন মেলা, প্রাণের স্পন্দন, আমাদের সুখ দু:খ, প্রেম ভালোবাসা, হাসি আনন্দ, মজার সব অভিজ্ঞতা একে অপরের সাথে শেয়ার করার মাধ্যম। তবে এসব শেয়ার করতে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে, কোন নেগেটিভ বিষয়ে, বা কারও কোন দুর্বল বিষয়ে কথা বলতে গিয়ে যেন সরাসরি কারো নাম প্রকাশ না পায়, আমরা কারো নাম দিয়ে এমন কিছু প্রকাশ করবনা যাতে করে সংশ্লিষ্ট ব্যক্তি বিব্রত হয়, আমাদের জুনিয়র সিনিয়র সকলের অনুভূতি ও সম্মানের প্রতি শ্রদ্ধা রাখব। অশ্লীল যেকোন কিছু পোষ্ট করা থেকে বিরত থাকব।
No comments:
Post a Comment