আমার মনে হয় না আজকাল কার হোলাহাইন এগুন দেখছে,আমাগো জমানায় এগুন দেখতে দেখতে হগলে বড় হইছে,কলোনীর কিছু কিছু হোলা মাইয়া ছাড়া হগলে এগুন হাতে নিয়া নড়াচড়া কইচেছ,এহন ও কিছু কিছু জিনিস চোখে হরে,আর জানামতে এহানে কারো কাছে কোন জিনিস নাই, যদি কারো কাছে কোন দ্রব্য (আইটেম) থাকে তাহলে তাগোরে ঢাকা মিউজিয়ামে যোগাযোগ করার জন্য বলা হচেছ

No comments:
Post a Comment