এই মসজিদটির নাম পাগলা মসজিদ।কিশোরগন্জ জেলার নরসুন্দা নদীর তীরে মসজিদটির অবস্হান।শুনা যায় কোন এক পাগল নরসুন্দা নদীর চড়ে দিনরাত সবসময় বসে থাকত।উনি মানুষের কোন ক্ষতি করত না।পাগল মারা যাওয়ার পর ঐইখানে মসজিদটি ণির্মান করা হয়।মসজিদটি নাম করা হয় পাগলা মসজিদ।প্রতিদিন অনেক নারী পুরুষ আসে নাময পড়তে ।অনেকে টাকা ,ছাগল,মুরগী দানকরে।এই মসজিদের সভাপতি ডিসি।এক মাস পরে পরে মসজিদের দান বাক্স গুলো খোলা হয় নির্বাহী কর্মকর্তা র তর্ওাবধানে।প্রতিমাসে প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা উঠে।আর হাস মুরগী ,ছাগলগুলো নিলামে বেচা হয়। এই মসজিদের আয় দিয়েে কিশোগন্জের অনেক অনেক মসজিদের উন্নয়ান ও ইমাম মুয়াজজিনে বেতন দেয়া হয়।অনেকে অনেক কিছু মানত করে।

No comments:
Post a Comment