আমি আনতরিক ভাবে দুংখিত যে, আমি আজ রাঙ্গামাটি যেতে পারিনি, বহু কস্টে সকালে অক্সিজেন পর্যন্ত গেছিলাম প্রচুর বৃস্টি তারপর ও কিন্তু আল্লাহ ইচ্ছায় এই বৃস্টি বাদলায় আর রাঙ্গামাটি যেতে পারিনি,কারন আরো আছে রাঙ্গামাটি রোড এর ৪ শ্রমিককে, কে বা কারা মেরে ফেলেছে তাই আগামি ৩ দিন হরতাল।
তবে হা আমি যাবো ইন্সশাআল্লাহ, তাই বলছিলাম তোদের জন্য কি কি আনতে হবে না আমাকে বল।
তোরা এই টা মাথায় রাখিস যেঃ তোরা মনে করবি ইহা ভুল, আসলে কিন্তু ইহা সঠিক- এই ডায়ালক এর কথা অবশই মনে আছে তোদের সবার যদি থাকে তাহলে এই পোস্ট পরে তার নাম টা সবাই লিখবি তাতে তাকে( বন্ধু)কে আমাদের স্মরণ করা ও হবে আশা করি।
No comments:
Post a Comment