রোজা শুরু মানে কলোনীর ছোটদের ফুতি, রোজার মাসে শাসন টা কিছু কম ছিল,তাই সবাই মন খুলে খেলাধুলা আডডা মারতে পারতো,রোজার মাসে খাওয়া দাওয়া ও কিছুটা লাগাম ছাড়াছিল তাই বলে এখানকার মতো না,আব্বার সীমিত আয়ে সংসার চলতো যেটুকু সাধ্যের মধ্যে ছিল তাই নিয়ে মা সংসার টা টেনেটুনে চালাতো,রাজনীতি করতাম বলে বেশির ভাগ ইফতার বড় ভাইগো লগে বাহিরে করা লাগতো,বিশেষ করে Nazmul Huda ভাই কোথাও দাওয়াত পড়লে আমাকে Mamunur Rashid Rashed (মরা রাশেদ)দুলিকে তলব করতো, আর Monowar Dalim Dalim দের বাসায় মাঝে মাঝে সবাই মিলে ইফতার করতাম,রোজার মাঝামাঝি কলোনীর ছেলেপুলের কেনাকাটার তোড়জোড় শুরু হয়ে যেতো, আর কিছু না হউক হকাস মাকেট এ ছেলেদের প্যানট এর অডার দেয়ার জন্য সবারই তোড়জোড় শুরু হয়ে যেতো, কারো না কারো সাথে আমাকে যেতে হতো,বেশিরভাগ অডার দিয়ে আসতো, চাঁদ রাতে বা তার একদিন দুইদিন আগে ডেলিভারির দেওয়া হতো,আসল মাকেট শুরু হতো ঈদের কয়েকদিন আগে কলোনী থেকে বাস দেওয়া হতো শপিং করার জন্য, দুপুর থেকে টাংকীর তলায় ছোট বড় সবাই ভিড় করতো কেউ শপিং করতে যাবে আর বেশির ভাগ পোলারা ঘুরতে যাইতো,এখন ও মাঝে মাঝে মন চায় কলোনীর সেই দিনগুলি কথা, কলোনীর সেই দিন গুলি কি আবার ফেরত আনা যাবে,তাহলে আমি কথা দিলাম কলোনীতে আমি যে ভাবে চলাফেরা করছি তার চেয়ে অনেক ভালো হয়ে চলাফেরা করবো,ফিরিয়ে দাও আমার সেই দিন গুলি,,,
আমাদের এই গ্রুপ টা হচ্ছে আমাদের কলোনীর মিলন মেলা, প্রাণের স্পন্দন, আমাদের সুখ দু:খ, প্রেম ভালোবাসা, হাসি আনন্দ, মজার সব অভিজ্ঞতা একে অপরের সাথে শেয়ার করার মাধ্যম। তবে এসব শেয়ার করতে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে, কোন নেগেটিভ বিষয়ে, বা কারও কোন দুর্বল বিষয়ে কথা বলতে গিয়ে যেন সরাসরি কারো নাম প্রকাশ না পায়, আমরা কারো নাম দিয়ে এমন কিছু প্রকাশ করবনা যাতে করে সংশ্লিষ্ট ব্যক্তি বিব্রত হয়, আমাদের জুনিয়র সিনিয়র সকলের অনুভূতি ও সম্মানের প্রতি শ্রদ্ধা রাখব। অশ্লীল যেকোন কিছু পোষ্ট করা থেকে বিরত থাকব।
No comments:
Post a Comment