সবাই তারাবি পড়ে বিশ রাকাত। আজকে আমরা পড়ছি ২১ রাকাত। অর্থাৎ পনেরো তম রাকাত শেষ করে হুজুর না দাঁড়ায়ে ভুলে বসে পড়ছে। ভুল মানুষের হতেই পারে। কিন্তু পেছনে ইমাম, মোয়াজ্জেম, আরো দুইজন হাফেজ এবং সাথে প্রায় দু'শত মুসল্লি সবাই কি ঘোরের মধ্যে ছিল? একজনও কি আওয়াজ দিতে পারে নাই?? কিন্তু দেখা গেলো মুসল্লিরা সালাম ফিরানোর পর ঠিকই কানাঘুষা করতে লাগলো। এখন বলতে পারেন আমি কোথায় ছিলাম কিংবা আমি কেন বললাম না? আমার এখনো ষ্টীল মিলের স্বভাব রয়ে গেছে। অর্থাৎ আমি যেতে যেতে নীচ তলা ফিলাপ হয়ে যায়। তাই আমি বাধ্য হয়ে দোতলায় নামাজ পড়তে যায়।
আমাদের এই গ্রুপ টা হচ্ছে আমাদের কলোনীর মিলন মেলা, প্রাণের স্পন্দন, আমাদের সুখ দু:খ, প্রেম ভালোবাসা, হাসি আনন্দ, মজার সব অভিজ্ঞতা একে অপরের সাথে শেয়ার করার মাধ্যম। তবে এসব শেয়ার করতে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে, কোন নেগেটিভ বিষয়ে, বা কারও কোন দুর্বল বিষয়ে কথা বলতে গিয়ে যেন সরাসরি কারো নাম প্রকাশ না পায়, আমরা কারো নাম দিয়ে এমন কিছু প্রকাশ করবনা যাতে করে সংশ্লিষ্ট ব্যক্তি বিব্রত হয়, আমাদের জুনিয়র সিনিয়র সকলের অনুভূতি ও সম্মানের প্রতি শ্রদ্ধা রাখব। অশ্লীল যেকোন কিছু পোষ্ট করা থেকে বিরত থাকব।
No comments:
Post a Comment