Monday, June 13, 2016

কথোপকথন


--ঘুমাবে না
--এই তো পাচ মিনিট
-- কটা বাজলো খেয়াল আছে?
--হু,সাড়ে বারটা
-- ঘড়ির দিকে তাকিয়ে বল
-- আল্লা, একটা বেজে গেল এত তাড়াতড়ি?
-- হু,তুমি আছ স্টিল মিল আর ফেস বুকের ঘোরে, সময় টময় কি তোমার মাথায় আছে?
-- সরি,একটা ইন্টারেস্টিং পোস্টিং দিয়ে এলাম।
-- তোমার যে ডাইবেটিস, নিয়ম মেনে চলাটা কত জরুরি জান না?
-- জানি তো-
-- তা'হলে?
--মনেরও তো একটা ব্যাপার আছে তাই না?
--তাই বলে প্রতি দিন ফেস বুক? প্রতিদিন সিএসএম ?
-- আছছা, কাল থেকে আর হবে না।
--এই সব ছাড়া যায় না? ভোলা যায় না?
--বোধ আর স্নায়ুর মর্মে গেথে আছে বিদ্ধ নাছোড় প্রেম,
কেমন করে ভোলার কথা বল?
--- বাপরে ! থাক, ভোলার দরকার নেই, তাহলে তোমাদের গ্রুপে আমাকেও এড করে নাও -
--- সেটা বোধ হয় একটু কঠিন, তবু বলে দেখব এডমিনকে 
-- দেখ, চেষ্টা করে-
-- ঠিক আছে, ঘুমাও এখন, অনেক রাত হয়েছে, সেহরীতে আবার উঠতে হবে। 
*************
রাত ১:০৩
১৩:০৬:২০১৬

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss