টাকে কোন প্রকার লিখার ক্যাটাগরি তে না ফেললে ভাল হবে।কারন এটা একজন মানুষকে নিয়ে লিখা, যার সম্পর্ক এ আগে আর পরের ধারনা বদলে যাবার।
জসিম ভাইকে আমি কলোনি তে একটু অন্যরকম মানুষ বলে জানতাম। তাই উনাকে এড়িয়ে যেতে চাইতাম। দেখা গেল আমি ইউনুস ভাইয়ের দোকানে গেলাম, উনি বসে আছে দোকানের সামনের জায়গায়। যেই আমি কিছু কিনে চলে যাচ্ছি,অমনি হাত ধরে বলতেন, কিরে, মুশশিদ্দের বদ্দা, কি কিন্নুস দে, তিয়ে তুর লই খতা আছে, দুরর খা।( কিরে মোরশেদের ভাই, কি কিনলি,দাড়া, তোর সাথে কথা আছে।দৌড়ড়াচ্ছিস কেন?) উনার এ ধরনের কথার জন্য আমি অনেক সময় ইউনুস ভাইয়ের দোকানে না গিয়ে অন্য দোকানে যেতাম।
সেই জসিম ভাইয়ের সাথে আবার দেখা হল অনেক দিন পর নিরু ভাইয়ের অফিসে। তখন অত কথা হয়নি।কিন্তু আড্ডার টিকেট বিক্রির দায়িত্ব যখন নিলাম তখন উনার অন্য রুপ দেখলাম।খুব শান্ত, ধৈর্যশীল। চাইলে উনি আমাকে দু চার কথা শুনিয়ে দিতে পারতেন।কারন আমি ঠিকমতো সময় দিচ্ছিলাম না।উনার জায়গায় আমি হলে তাই করতাম।কিন্তু উনি আমাকে পুরো মানসিক সাপোর্ট দিয়েছিলেন। আমার সমস্যা নিজ থেকে বুঝে নিয়েছিলেন। এই সময় আমি তাই চেয়েছিলাম।উনি যদি ওই সময় আমার সাথে খারাপ ব্যবহার করতেন হয়ত আমার পক্ষে গ্রুপে সহজ হওয়া সম্ভব হত না।
মানুষ মরে গেলে পচে যায়, বেচে থাকলে বদলাম।জসিম ভাই সময়ের সাথে বদলে যাওয়া মানুষ তবে এই বদল অবশ্যই ইতিবাচক।
No comments:
Post a Comment