ইন্টার স্কুলের সেমিফাইনাল খেলা বেগমজান স্কুলের মাঠে।সিএসএম স্কুল বনাম নেভী স্কুল। সিএসএম-পক্ষে আমি.রানা .হানিফ,বিশ্বজিৎ..নজরুল.মিজান.পান্না.জাকির.আব্দু রউফ,শিপন.শামীম. সবার নাম মনে নেই।আমরা ১-০ গোলে জিতে ফাইনালে উঠি।পরে ফাইনালে বন্দর স্কুলকে ১-০গোলে হারিয়ে আমরা চ্যাম্পিয়ান হই।সিএসএম স্কুল বন্দর থানায় চ্যাম্পিয়ান হয়।খেলার পরে কলোনীতে টান্কী নিচে নাচানাচি রেজাভাই,জসিম ভাই.নিরু মামা,বড় শামীম ভাই.খোরশেদ াই.নাজমুল ভাই.শাহিন ভাই আরো অনেকে।নিরু মামা আমাকে কাধে তুলে নাচছিল।এইসব মুহুর্ত কখনো কি ভুলা যায়
বন্দর থানা ইন্টার স্কুল চ্যাম্পিয়ান হওয়ার পর আমাদের খেলা পড়ল নাসিরাবাদ স্কুলের সাথে।খেলা হয়েছিল নাসিরাবাদ স্কুলের মাঠে।আমরা ১-০ গোলে জয়ী হলাম,গোল সম্ভবত হাউজিং কলোনীর জাকির নাহয় বিশ্বজিৎ করে ছিল।রেফারি খেলা শেষ করা সাথেে সাথে নাসিরাবাদ স্কুলের ছাএরা আমাদের লাঠি,কিরিচ নিয়ে তাড়া করল.আমাদের বড় ভাইরা যে যেভাবে পারে আমাদের সেভ করল।পরে কলোনীতে এসে শুরু হল নাচানাচি।
আমরা ফাইনাল খেললাম বাকলিয়া স্কুলের সাথে এম এ আজিজ স্টেড়িয়ামে।আমরা খেলোয়াড়রা নার্ভাস ছিলাম.আমরা বাকলিয়া সাথে ২-১ গোলে হেরে যাই।আমাদের স্কুল চট্টগ্রাম জেলা রানাস্আপ হয়।



বন্দর থানা ইন্টার স্কুল চ্যাম্পিয়ান হওয়ার পর আমাদের খেলা পড়ল নাসিরাবাদ স্কুলের সাথে।খেলা হয়েছিল নাসিরাবাদ স্কুলের মাঠে।আমরা ১-০ গোলে জয়ী হলাম,গোল সম্ভবত হাউজিং কলোনীর জাকির নাহয় বিশ্বজিৎ করে ছিল।রেফারি খেলা শেষ করা সাথেে সাথে নাসিরাবাদ স্কুলের ছাএরা আমাদের লাঠি,কিরিচ নিয়ে তাড়া করল.আমাদের বড় ভাইরা যে যেভাবে পারে আমাদের সেভ করল।পরে কলোনীতে এসে শুরু হল নাচানাচি।
আমরা ফাইনাল খেললাম বাকলিয়া স্কুলের সাথে এম এ আজিজ স্টেড়িয়ামে।আমরা খেলোয়াড়রা নার্ভাস ছিলাম.আমরা বাকলিয়া সাথে ২-১ গোলে হেরে যাই।আমাদের স্কুল চট্টগ্রাম জেলা রানাস্আপ হয়।



No comments:
Post a Comment