Tuesday, March 1, 2016

৯৩ সাল আমি ইন্টারমিডিয়েট পরিক্ষা দিবো


৯৩ সাল আমি ইন্টারমিডিয়েট পরিক্ষা দিবো, কিন্তু উড়ু উড়ু ভাবের কারনে পরীক্ষায় ফেল করার সম্ভাবনাই বেশি। তাই পড়াশুনার খাতিরে আমাকে হালিশহরে মামার বাসায় নির্বাসনে পাঠানো হয়েছে। বন্ধুদের সাথে যোগাযোগ নেই, মন খারাপ হয়ে থাকে। মন প্রান সব কলোনি তে পড়ে থাকে, তাই নির্বাসন ভেংগে দু মাসের মাথায় এক রোজার দিনে কলোনিতে এসে পড়লাম। রাতে ঘুরতে বের হয়ে দেখি রাশেদ, দুলি, মনিরুল,লিটন, রতন এরা রমজানের পবিত্রতা রক্ষা করুন শিরোনামে পোস্টার লাগাচ্ছে, সৌজন্যে 29 গ্রুপ(সারা দিন 29 খেলে রাতে রমজানের পবিত্রতার পোস্টার)। এভাবেই এই গ্রুপের যাত্রা শুরু। আসলে আমাদের বেশির ভাগ পোলাপানই 29 তাস খেলতো, তাই গ্রুপের নাম 29 গ্রুপ।


এভাবে বছর খানেক যাওয়ার পর চিন্তা করলাম গঠন মুলক কিছু করার, সে হিসেবে অন্যান্য সিনিয়র ভাইদের পরামর্শে জাফর ভাইকে আমাদের প্রধান উপদেষ্টা করে শুরু হলো পথ চলা, তবে 29 গ্রুপ নাম টি পরিবর্তন করে ২৯শে এপ্রিল ৯১ স্মরনে এপ্রিল 29 নাম রাখা হলো। ২৬ শে মার্চ ১৯৯৪ সালে স্বাধীনতা দিবসে রক্তদান কর্মসূচী সহ ব্যান্ড প্রোগ্রামের আয়োজন করলাম। রক্তদান কর্মসূচি ঠিকমতো হলেও, প্রচন্ড ঝড় বৃষ্টির কারনে ব্যান্ড প্রোগ্রাম পন্ড হয়ে যায়। দুর্দান্ত মনোবল আর জাফর ভাইয়ের অসীম সাহসিকতায় এক মাসের মধ্যেই ১৪ এপ্রিল ৯৪ বাংলা নববর্ষ বরন উৎসব অনুষ্ঠান করলাম, অত্যন্ত সুশৃঙ্খল ভাবে ব্যান্ড প্রোগ্রাম সহ সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি সেদিন। এরপরে বিভিন্ন খেলাধুলা, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান চালিয়ে গিয়েছি। পরবর্তী তে১৬ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আবারো রক্তদান কর্মসূচি করেছি আমরা। একসময় টাকা পয়সার দিক থেকে কলোনি তে সবচেয়ে ধনী ক্লাব বা সংগঠনে পরিনত হয়। এর পর নিয়মিত ভাবে বিভিন্ন টুর্নামেন্টে অংশ নেওয়া পিকনিক ও অন্যান্য সামাজিক কাজ গুলো চালাতে থাকি।

শুরুর যেমন শেষ থাকে সেভাবে কলোনি র পাশাপাশি এই এপ্রিল 29 এর ও যবনিকাপাত ঘটে।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss