Tuesday, March 1, 2016

বন্যা আপুকে সান্তনা দেওয়ার কোনো ভাষা আমার কাছে নেই


বন্যা আপুকে সান্তনা দেওয়ার কোনো ভাষা আমার কাছে নেই।তবে আমরা সবাই দোয়া করি চাচা জেন জাননাতবাসী হন আমিন।আমার আমমা মারা যান ৬ই February 2005,সে থেকে আমার বাবাই ছিল আমাদের সব।মায়ের মত সব খোজ খবর আমার বাবা আমাদের করতেন।আমাদের কোন ভাই বোনদের বিয়ে আমার মা দেখেজেতে পারেনী।আমার বিয়ের জন্য ছেলে আর তার মা দেখবে সেখানে আববাই আমাকে সাজাই গোছাই নিয়ে গেছে,কি করবে আমিই তো সবার বড়।সেখানে আমার বিয়েও হয়।সাথে আমার বড় ভাইয়েরা একদম আমার মায়ের আদর আর ভালবাসা দিয়ে আমাদের সব ভাইবোনদের রেখেছিল।

আমার বাবাই বাকী দুইবোন আর ভাইয়া বিয়ে দেন।কিনতু সবচাইতে দঃখজনক হল আমি কখনও কলপনাও করিনি আমার বাবা এতোতাড়ী আমাদের ছেড়ে চলেজাবে গত বছর ২৩শে ফেবরুয়ারী হঠাৎ করে আববা চলে জায়।মারা জাওয়ার একদিন আগে আমি বাসা থেকে আসছি।আমার এখনও মনে পড়ে যেদিন আমি চলে আসবো আমার দিকে খুব মায়া মায়া করে তাকিয়ে থেকে বলল তুমি চলে জাবে ঠিক আছে জাও।আমাকে আসতে হয়েছিল কারন আমার শশুর হাসপাতালে ছিল।এসব কথা বলছি কারন আমি আববার অনেক আদরের ছিলাম।আমি কলপুনাও করতে পারিনা আমার বাবা নেই।যা চাইতাম তাই এনে দিত।


খুব খারাপ লাগে আমার আববার জন্য এটা আসলে বলে বুঝানো জাবেনা।আল্লাহ্‌র কাছে দোয়া সবসময় যাদের বাবা মা আছে তাদের তুমি আয়াত বাড়ায় দিও।আমি আর আমার ভাই বোনেরা বুঝি বাবা মা না থাকলে জে কত কষট। প্রতিটি মৃহুতে আমি বুঝি বাবা মা কি জিনিস।তোমরা সকল সিএসএম বাসীরা জাদের বাবা আর মা আছে তোমরা তাদের যত্ন নিও।যার যা য় সে বুঝে এজে কি কষট।সবাই আমার বাবা আর মায়ের জন্য দোয়া করবেন।।।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss