Tuesday, March 1, 2016

জন্মিলে মরিতে হইবে এই সত্য সবাই জানে


জন্মিলে মরিতে হইবে এই সত্য সবাই জানে।তারপরও মৃত্যুকে স্বাভাবিকভাবে কেউ মেনে নিতে পারে না।তারপরও মেনে নিতে হয়।এই মেনে নিতে কত ঝড়ের মুখোমুখি হতে হয় এক মাত্র ভুক্তভোগী পরিবারই জানে। কত ছাড় দিয়ে যে আবার স্বাভাবিক জীবনে ফেরত আসতে হয়, যার যায় সে ছাড়া কে বেশী জানে? বিপদে সাহস হারাতে নেই বিজ্ঞজনেরা বলে কিন্তু প্রিয়জন হারানোর বিপদে কি মানুষ সাহস ধরে রাখতে পারে? শেকড় উপড়ে যাওয়ার বিপদে কি মানুষ সাহস ধরে রাখতে পারে? সত্যি আমি জানিনা, তবে এইটুকু জানি সৃষ্টি করেছেন যিনি,জীবন দিয়েছেন যিনি, তিনিই আবার সব ঠিক করে দিবেন, তিনিই বাঁচিয়ে রাখবেন,তিনি আগামীদিনের পথ প্রদর্শন করবেন।চলুন আমরা সবাই প্রার্থনা করি আল্লাহ তাদের সবাইকে সহি সালামতে রাখুক।পাশাপাশি বলি চাচাকে আল্লাহ জান্নাতবাসী করুন।আমিন।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss