Tuesday, March 1, 2016

গ্র্যান্ড আড্ডা, পর্ব- ০২


তখন আনুমানিক ৪টা, মাঠে গিয়ে দেখি শাহিন ভাই আর নিরু ভাই ছাড়া কেউ নেই। মনে মনে খুব রাগ হোল, সাথে মনটাও ভেঙ্গে গেল, কিরে এমন তো হওয়ার কথা না, অন্তত কিছু পোলা পাইন তো এখানে পাওয়ার কথা, পড়ে নিরু ভাইয়ের কাজ থেকে জানতে পারলাম সুজন, টিপু সহ অনেকে সারাদিন থেকে এইমাত্র বাসায় গেছে ফ্রেশ হয়ে আবার আস্তে, যেতে নাকি চাচ্ছিল না, শাহিন ভাই আর নিরু ভাই জোর করে পাঠাইছে। যাই হোক, আস্তে আস্তে জমতে শুরু করলো উথসব প্রাঙ্গন, ধীরে ধীরে কলোনির অনেক বড় ভাই, বোন, বন্ধু আস্তে লাগলো মাঠে, রাত ১০টার মধ্যে পুরো মাঠের সমাগম দেখে মনে হচ্ছিলো আমাদের প্রোগ্রাম বোধয় ইতিমধ্যে শুরুই হয়ে গেছে, এতটা সমাগম হবে আগে জানলে কিছু সাউন্ড রাতেই নিয়ে আসতাম, তখন হয়তো মজাটা নতুন মাত্রা পেত। 


যাই হোক, অশাদারন এক ভুঁড়ি ভোজের মাধ্যমে রাতের জমায়েত কমতে শুরু করলো। সকালে আসতে হবে তাই আমাকেও বাসায় চলে যেতে হচ্ছে, কারন বাসা আর ভেনু মোটামুটি অনেক দূরত্ব রাখে। কিন্তু আমার যে সব বড়/ছোট ভাইদের এক অপরাজেয় বাঙালী, Shojib Rahman, Mohammed Kamar Uddin Shahabuddin Liton মাঠে রেখে যাচ্ছি, ওদের জন্য খুব খারাপ লাগতে লাগলো। সারা রাত শুয়ে এপাশ অপাশ করছিলাম আর প্ল্যান করছিলাম কি করবো কাল সকালে, কিভাবে কাটাবো পুরটা দিন, এতদিন পর এতগুলো মানুষের সাথে দেখা হবে ......ইত্যাদি, ......ইত্যাদি. বাসা যদি কাছে থাকতো, মনে হচ্ছিলো আবার উঠে মাঠে চলে আসতাম, আমার ক্যাটারিন এর দায়িত্তে থাকা ভাইদের সঙ্গ দেয়ার জন্য।

সকালে ঘুম থেকে উঠে সবাইকে তাগাদা দিতে লাগলাম তারাতারি রওনা হওয়ার জন্য কিন্তু বুজতে পারলাম ঘরের কাজকর্ম সব ছেড়ে যেতে যেতে ওদের অনেক দেরি হয়ে যাবে, কিন্ত আমারত দেরি করা চলবে না, আমার প্রানের CSM যে আমার অপেক্ষায় আছে, চিন্তা করলাম আজকের দিনের জন্য সব বাদ, আজকের দিন টা শুধু CSM এর, দাদাকে বললাম, সবাইকে নিয়ে তুমি আসো, আমি চললাম। তারাতারি নেমে একটা ট্যাক্সি নিয়ে একাই রওনা হলাম আত্মার তেষ্টা মেটাতে......।

চলবে------

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss