Tuesday, March 1, 2016

আমার আজকের আলোচনার বিষয় আমার সমসাময়িক বন্ধুদের নিয়ে


আল আমিন বিল্লাহ সুজন কি যুদ্ধ লাগিয়ে দিল আমাদের মধ্যে! আমি অবাক হই আমার ভাই বোনদের লেখার আশ্চর্য ক্ষমতা দেখে। আমার আজকের আলোচনার বিষয় আমার সমসাময়িক বন্ধুদের নিয়ে। আতিক এবং বন্যার কথা আমি বলবোনা, তারা হিসেবের বাইরে। মিনিটে মিনিটে পোষ্ট দেওয়ার ক্ষমতা ওরা রাখে। আর ছোটরাতো আরো প্রতিভাধর। আমাদের মধ্যে কিছুটা লেখনি ক্ষমতা আছে জসীম ভাই এবং মানিকের, কিন্তু তাদের নিয়ে আমি হতাশ। প্রথমদিকে শাহীনের লেখা থাকলেও ইদানীং দেখা যাচ্ছেনা। অবাক হই রেজা ভাইয়ের লেখনি দেখে, এই ভদ্রলোক যদি ছাত্রজীবনে এই মেধার কিছু ব্যয় করতো তাহলে আমি নিশ্চিত তার বর্তমান ক্যারিয়ার আরো উঁচুতে থাকতো। বলবো নিরুর কথা,একসাথে লেখাপড়া করেছি তার লেখাগুলুও অসাধারণ হচ্ছে। সবচেয়ে বেশী অবাক হচ্ছি রিপনের লেখায়, ভালোছেলে মানবিক গুণসম্পন্ন মানুষ হিসেবেই ওকে জানি কিন্তু তার অসাধারণ লিখা এবং ছন্দ মিলানো কবিতা আমাদের ভীষণভাবে আনন্দিত করছে। যাই হোক আমি চাই আমার এই অবাক হওয়া অব্যাহত থাকুক,তোমরা সবাই লিখতে থাকো। সবাইকে আন্তরিক অভিনন্দন।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss