ছবির এই ছেলেটিকে অনেকেই চিনবেন না।।আমাদের ব্যাচের এবং আমাদের কলোনিরই সন্তান।।আজ তাঁকে নিয়ে লিখছি।।
নাম:-মিজান।।
পিতা:-আ:আলম।।
ব্যাচ:-2000
বাসা:-এফ-2/10
ভাই:-ক্রিকেট মিনহাজ
তো বন্ধুটা খুবই ভাল এবং শান্ত শিষ্ঠ ছিল।।তিন ভাই এক বোনের মধ্যে সে ছিল মেজ।।কলোনিতে থাকাকালীন বন্ধু টার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে।।এক সাথে স্কুলে যেতাম,,স্কুল পালাতাম,,মার্বেল খেলতাম,,ঘুড়ি উড়াতাম।।
কলোনি থেকে চলে যাবার পর তার সাথে তেমন যোগাযোগ ছিল না।।দীর্ঘ অনেক বছর পর এই ফেইজবুকের মাধ্যমে বন্ধুটাকে আবারও খুঁজে পাই।।মাঝে মাঝে কথা হতো।।তখন জানতে পারি বন্ধু আমগ দুবাই আছে।।ভালই আছে।।শীঘ্রই দেশে ফিরবে এবং বিয়ে করবে।।শুনে খুব ভাল লেগেছিল।।
ওর একটা শারিরীক সমস্যা ছিল।।রোগটার নাম মৃগী রোগ।।কলোনিতে থাকাকালীন আমরা অনেকেই জানতাম।।
গতবছর বন্ধুটা দেশে এসেছিল এবং বিয়েও করেছিল।।দাওয়াত করেছিল কিন্তু যেতে পারিনি।।তবে দোয়া করে ছিলাম।।কিন্তু তার বিয়ের কয়েকদিন পর হঠাৎ ফেইজবুক খুলে খবর জানলাম বন্ধু আমার((মারা))গিয়েছে।।নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না।।পরে জানতে পারলাম তার সেই পুরনো রোগই তার মৃত্যুর কারন।।বেঁচে থাকলে হয়তো জীবন সাথীকে নিয়ে আমাদের আড্ডায় আসতো।।দেখা হতো,, কথা হতো,,বুকের সাথে বুকটা লাগাতো।।কিন্তু মরার এই রোগ তাঁকে সারা জীবনের জন্য অপরিচিত করে দিল।।
আজ কেন যেন বন্ধুটাকে খুব মনে পড়ছে।।
বন্ধু তুই যেখানেই থাকিস ভাল থাকিস।।আল্লাহ্ যেন তোকে শান্তিতে রাখে।।

No comments:
Post a Comment