Wednesday, April 6, 2016

সুমি আপু আমার খুব প্রিয় একজন মানুষ


সুমি আপু আমার খুব প্রিয় একজন মানুষ।কলোনিতে F-7 থাকতো।ফয়েল ভাই আর ফয়সাল ভাইদের একমাএ বোন।আমি অনেক ছোটবেলা আপু চিনি।কেন জানি আপুকে আমার খুব ভাল লাগতো।আসলে কলোনি থেকে বের হওয়ার পর উনার সাথে কোন যোগাযোগ ছিল কিনতু উনার কথা খুব মনে পড়তো।২০০৭ এ আমার বিয়ের পর একবার আমাদের বাসায় এসেছিলেন কিনতু আমি ছিলাম শশুরবাড়ি আমার সাথে দেখা হয়নি।পরে উনি আমার একটা বিয়ের ছবি নিয়ে গেছেন।আমার অনেক খারাপ লেগেছিল।কারন আপু দেশের বাহিরে থাকেন আর কখন দেখা হয় না হয়।আমাদের পেইজের কারনে আমি আপুকে পেলাম।উনি আমাকে ছোটবেলায় ানে 

লিখাকাটা শেষ করতে পারিনি বাটনে চাপ পরে পোসট হয়ে গেছে।অনেক কথা ছিল লিখার।আপুটার মনটা অনেক ভাল।খুব সুন্দর মনের মানুষ ছিলেন। যখনি বলতাম আপু আমি সাজবো আমাকে উনার সাজানোর জিনিস দিয়ে সাজাই দিত।কোনো বিয়েতে গেলে বা পিকনিক হলে উনার কাছ থেকে সব কিছু নিয়ে জেতাম।কখনও রাগ করেনি। কত গলপ করতাম উনার সাথে,মাঝে মাঝে বিকালে হাটতাম।সবসময় আমাদেরকে ভাল ভাল কথা বলতেন।এক কথায় বলতে গেলে আপু খুব.......খুব। সবাই আমার এআপুটার জন্য দোয়া করবেন।


No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss