সিএসএম এর বড় ভাই। সবার কাছে খুব প্রিয় ভাই টি।
কলোনীতে থাকতো এফ/১০ এ।
৫ ভাই এক বোন।তার মধ্যে সবার বড়,
ভাই - রুবেল ভাই,রয়েল,রিমন,লিটন।
বোন- ময়না আপা।
তাদের বাসার সব ভাই - বোন স্কুলের খেলায় খুব ভাল ছিল।
রিপন ভাই দৌড়,দীর্ঘ লাফ এ প্রায় সময় প্রথম হতো।আড্ডাতে ১০০ মিটার দৌড়ে ২য় হয়েছে।
খোকন ভাই তার একটা পোস্ট এ ২৯ এপ্রিল এ রিপন ভাইকে নিয়ে লিখেছিল,যারা পেজে সরব সবাই মনে হয় সেই পোস্ট টা দেখেছে।
তারিকের ব্যাপারে হাসপাতালে গিয়ে ছোট ভাই এর মত সব কিছু করেছে।মাঝে মাঝে ভাবী ও বাচ্চাদে নিয়ে গিয়েছে,
আমার মা হাসপতালে থাকার সময় রিপন,রেজা ভাই, আপেল গিয়েছিল।সেখানে আমাদের সাহস দিয়েছে।
বন্যা বুবুর বাবার মৃত্যু লাশের গাড়ীর সাথে বুবুর সাথে তাদের বাড়ীতে গিয়েছিল।যে কোন বিপদে ভাইটি সবার আগে এগিয়ে আসে।সেলুট জানাই আমাদের এই ভাইটিকে।
আড্ডাতে - আড্ডাতে ভাইটি ঢাকাতে মিটিং- কুপন বিলি সহ সব কিছুতে প্রচুরশ্রম দিয়েছে।
আমরা সকলে ভাইটির দীর্ঘায়ু কামনা করি এবং দোয়া করি সব সময় এরকম থাকে।

No comments:
Post a Comment