শালার দাঁতের যন্ত্রনা তো আছেই, আরো চার দিন লাগবে দাঁতের ট্রিটমেন্ট শেষ হতে, এদিকে গোদের উপর বিষ ফোঁড়ার মত গত কাল থেকে শুরু হইছে কানের যন্ত্রনা, এমন ব্যাথা মনে হয় কে যেন কানের ভিতর ড্রিল মেশিন দিয়া গুতাইতেছে। বিকালে যন্ত্রনার এক পর্যায়ে মোবাইল ছোবাইল অফ করে আগেই অফিস থেকে বের হয়ে গেছি। রাত ১০ টার দিকে ফোন অন করে মিসড কল এলার্টে দেখি ইম্পর্টেন্ট ও ভি আইপি (!!) কিছু কল এসেছিল। যেদিন ফোন বন্ধ রাখি সেদিনই ভি আইপি কল আসে। কপাল আর কি আমার।
যাক কান ব্যাথার রহস্য হচ্ছে, কক্সবাজার হোটেলে বাথটাবে গোসল শেষে উঠতে গিয়ে পিছলা খেয়ে বাথটাবের পানি তে চুবা খাই, এতেই কানে পানি ঢুকে। তখন তেমন সমস্যা না হলেও এখন খবর হয়ে যাচ্ছে।
গরীবের ঘোড়া রোগ হইছিল আমার, কোন কুলক্ষনে যে বাথটাবে গোসল করতে গেছিলাম!!!
No comments:
Post a Comment