Friday, April 1, 2016

ছবির এই ভদ্র ছেলেটাকে চেনেন না এমন সদস্য এই পেজে বোধ হয় নেই।।তবুও পরিচয় দিচ্ছি


ছবির এই ভদ্র ছেলেটাকে চেনেন না এমন সদস্য এই পেজে বোধ হয় নেই।।তবুও পরিচয় দিচ্ছি।।

নাম:মো:নজরুল ইসলাম টিং-কু।।
ব্যাচ:95

আমার বড় ভাইয়ের খূব ভালো একজন বন্ধু।।সেই মাধ্যমেই উনার সাথে পরিচয়।।চেনা-জানা।।কলোনিতে থাকা কালীন একদম শুকনা মেনমেনা ছিল।।অনেকটা শ্রদ্ধেয় অভিনেতা টেলি সামাদের মতো।।কলোনিতে থাকা কালীন তিনি ছিলেন আমার দৃষ্টি কোন থেকে অত্যন্ত নম্র,,ভদ্র,,এবং পরোপকারী।।ঘাড়ের রগ গুলো তেমন বাঁকা ছিল না।।কিন্তু বর্তমানে পুরো উল্টো।।মোটা,,খাদক আর বদ মেজাজী মানুষ হযে গেছে।।স্বাস্থ্যের সাথে সাথে ঘাড়ের সেই চিকন রগ গুলোও মোটা হয়ে গেছে।।বিশেষ করে বাম পাশের টা।।একবার কোন বিষয়ে জিদ্ ধরলে তা মানানো খুব কষ্ট কর হয়ে দাঁড়ায়।।((তবে মনটা অনেক ভাল।।অনেকটা নোয়াখালীর নারিকেলের মতো))


তেমনি একটা (আমার অজানা) রাগের কারনে উনি দীর্ঘ দিন ধরে এ পেজ থেকে,এ পরিবার থেকে দূরে আছেন।।
আমি অনেক বুঝিয়ে ছি।।কিন্তু কিছুতেই ওনার বাম পাশের ঘাড়ের রগটা ধরতে পারছিলাম না।।ধরতে গেলেই বলে তুই ছোট হয়ে আমারে গ্যান দিতে আসোছ।।এই বলে ঝারি মারে।।আর আমিও মাথা নতো করে ফিরে আসি।।
এখন আমার আরজি হলো কেউ কি আমাকে সাহায্য করবেন,,উনার বাঁকা রগটা সোজা করে আবার এই পেজে,,এই পরিবারে ফিরিয়ে আনতে।।

সকলেই সাহায্য করুন প্লিজ।।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss