তসলিমা জাহান মুন্নি, সম্পর্কে আমার মা হয়।এক্সজেঞ্জ করা মা।মা হিসেবে খুবই ভালো।আব্বু র সাথে প্রতিবার ঝগড়া করে যখন ঘর থেকে বের হয়ে যেতাম তখন আমার এই মা টার ঘরই হতো আমার একমাত্র গোপন আশ্রয়।খুবই দেখতে পারে আমাকে ও আমার বোন কে। খুবই ভালো মানষিকতার একজন তিনি।Infact ধরতে গেলে তিনিই আমার original মা। একজন ভালো বন্ধু,যাকে সবকিছুই শেয়ার করা যায়।তিনি এত ভালো এত ভালো এত ভালো যে আমি নিজেও জানি না যে তিনি কতো ভালো।
মায়ের চেয়ে ও বেশি কিছু তুমি আম্মু।।।
No comments:
Post a Comment